• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৭:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২০, ০৭:৩৯ পিএম

ত্রাণ সামগ্রীর নয়ছয়ের অভিযোগ বিএনপির

ত্রাণ সামগ্রীর নয়ছয়ের অভিযোগ বিএনপির
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সরকারের ত্রাণ সামগ্রী ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা’ নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কারণে অসহায় ও দরিদ্র মানুষের তা সঠিকভাবে পাচ্ছেন না বলে অভিযোগ করেছে বিএনপি।

যদিও মন্ত্রীরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বলছেন, কিন্তু তারা সরকারের ত্রাণ সামগ্রী নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১০ এপ্রিল) জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকদের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী দাবি করেন, তাদের দলের নেতা-কর্মীরা শীর্ষ নেতাদের নির্দেশনা অনুসরণ করে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। এ সঙ্কটময় মুহূর্তে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, কারণ আমরা জনকল্যাণের রাজনীতি করি।

তিনি করোনাভাইরাস মহামারি মোকাবেলায় দেশের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানান।

মহামারির এ সময়ে জাতীয় ঐক্য অপরিহার্য। ঐক্য গঠনের জন্য যারা ক্ষমতায় আছেন তাদের উদ্যোগ নেয়া কর্তব্য। আমরা তাদের পক্ষ থেকে এ জাতীয় উদ্যোগ দেখিনি বলেন মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এসএমএম

আরও পড়ুন