• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১০:০০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০, ১০:১৩ এএম

সীমান্তে আটকে আছে ১৬৫ ট্রাক পেঁয়াজ

সীমান্তে আটকে আছে ১৬৫ ট্রাক পেঁয়াজ
ফাইল ছবি

১৬৫ ট্রাক পেয়াজ আটকে রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে। ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই যেকোন সময় বাংলাদেশে এসব ট্রাক প্রবেশ করবে।

এদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভারত থেকে কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। এই বন্দর দিয়ে পেঁয়াজ ছাড়া অনুমোদিত অন্য সব পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।

এ প্রসঙ্গে ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমসে ১৬৫ পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই যেকোন সময় বাংলাদেশে এসব ট্রাক প্রবেশ করবে।

উল্লেখ্য, গত সোমবার হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। যার ফলে অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। কয়েকদিন আগেও ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজের বিক্রি হলেও বর্তমানে তা ১০০ টাকা ছাড়িয়ে গেছে।

জাগরণ/এমআর