• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ০৫:১১ পিএম

কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ, ১৮ রোগীর মৃত্যু

কিডনি ডায়ালাইসিস ইউনিট  বন্ধ, ১৮ রোগীর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ থাকায় চিকিতসার অভাবে  ১৮ রোগীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ এপ্রিল) হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীদের ডায়ালাইসিস বিভাগটি ২০ দিন ধরে বন্ধ। ডায়ালাইসিসের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট এবং বেশ কয়েকটি ডায়ালাইসিস মেশিন বিকল হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। মাত্র ৬ লাখ টাকা খরচ করলে দুটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট বসানো সম্ভব।

হাসপাতাল সূত্র আরও জানায়, ডায়ালাইসিস বিভাগ থেকে প্রতি মাসে আয় হয় তিন লাখ টাকারও বেশি।

কিডনি ডায়ালাইসিস বিভাগের একজন নার্স জানান, গত ২০ দিনে ১৮ জন রোগী মারা গেছেন। তারা সবাই এখানকার তালিকাভুক্ত রোগী ছিলেন। 

দেড় বছরের বেশি সময় ধরে অচল রয়েছে হৃদরোগ বিভাগের এনজিওগ্রাম মেশিনটিও । ৩টি ইকোমেশিনই নষ্ট, শুধু ইসিজি করে হৃদরোগের চিকিতসা চলছে। এর ফলে অনেক রোগী মৃত্যুবরণও করেছেন বলে এমনও অভিযোগ রয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. রেয়াজুল করিম বলেন, "ডায়ালাইসিস মেশিন মেরামতের জন্য স্বাস্থ্যবিভাগে ইঞ্জিনিয়ারের চাহিদাপত্র দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে এনজিওগ্রাম ও ইকো মিশন এখনই ঠিক করা যাচ্ছে না।"