• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ১০:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২১, ১১:০২ পিএম

সাড়ে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৩

সাড়ে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭৮৮ পুরিয়া হেরোইন ও ২১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশকাটা গ্রামের মৃত আকবরের ছেলে মো. মিনারুল (৫৩), একই থানার ইলিসিয়া উখখালি গ্রামের মৃত আমিরের ছেলে মো. সোহেল (৩৭) ও আশুলিয়ার নয়ারহাট পূর্ব ধঁনিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

এসআই হারুন-অর-রশিদ  জানান,  মিনারুল ও সাহেল আশুলিয়ার কুমকুমারী এলাকায় বাসা ভাড়া করে থাকতেন বলে জানা গেছে।

ওসি বলেন, "অভিযানের সময় তাদের তল্লাশি করে ২ হাজার ৭৮৮ পুরিয়া হেরোইন ও ২১৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।"

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।