• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২১, ০৯:৩৭ পিএম

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন স্বামী।

রোববার (১৬ মে) দুপুরে উপজেলার ছোটকুষ্টারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শোবার ঘর থেকে শনিবার সন্ধ্যায় নুরুন হুজ্জাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে ৫ জনের নামে মামলা করেন ওই গৃহবধূর বাবা। মামলায় দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। তার স্বামী আরিফুল ইসলাম পলাতক।

মামলায় বলা হয়, শনিবার বিকেলে হুজ্জাতুন বাবার বাড়ি বেড়াতে যাওয়ার আবদার করে। শ্বশুর বাড়ির লোকজন তাকে বাধা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। পরে ঘরের ভেতর ফ্যানে গলায় ওড়না জড়ানো অবস্থায় হুজ্জাতুনের মরদেহ দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা।