• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৯, ০৪:১৬ পিএম

সাভারে ভুয়া দুই এসআই আটক

সাভারে ভুয়া দুই এসআই আটক
আটক দুই ভুয়া এসআই। ছবি: জাগরণ।

 

সাভারে চাঁদাবাজির সময় পুলিশ পরিচয় দেয়া ভুয়া দুই উপ-পরিদর্শকে (এসআই) আটক করা হয়েছে। তারা হলেন, মনিরুল ইসলাম (২৮) ও কেরামুন হোসেন গাজী ওরফে গাজী সম্রাট (৩০)।

আজ বুধবার (১৬ জানুয়ারি) সকালে সাভার মডেল থানার এএসআই আবু তৈয়ব বাদী হয়ে এই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার আ: ছামাদ মেম্বারের বাড়ির পাশে ওই দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলো। এসময় স্থানীয়রা তাদের কাছে আইডি কার্ড দেখতে চায়। তারা পুলিশের ভুয়া আইডি কার্ড দেখালে লোকজন বুঝতে পেরে উত্তেজিত হয়ে তাদের মারধরের চেষ্টা করে। পরে সাভার মডেল থানার টহল পুলিশ ঘটনা জানতে পেরে ভুয়া পুলিশ সদস্যদের আটক করে।
 
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, ভুয়া দুই পুলিশের কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও পুলিশের ইউনিফর্ম পড়া ছবি উদ্ধার করা হয়েছে। ওই দুই ব্যক্তি বিভিন্ন সময় পুলিশের চাকুরি দেয়ার কথা বলে এবং বিভিন্ন কৌশলে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি।


সাইসে