• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২১, ১০:৪৯ এএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২১, ১০:৫৭ এএম

মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগে মা গ্রেপ্তার

মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগে মা গ্রেপ্তার

গাজীপুরে নিজ মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে হেলেনা বেগম (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম উম্মে হুমায়রা বিজলী (১৭)।

বৃহস্পতিবার (২৭ মে) হেলেনা বেগমকে গ্রেপ্তার করা হয়। ২১ মে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে নিহতের বাবা বজলুর রহমান (অভিযুক্তের স্বামী) বাসন থানায় মামলা করেন। এরপর হেলেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান জানান, বজলুর রহমান স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ২১ মে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলীকে শাসন করছিলেন হেলেনা বেগম। একপর্যায়ে মেয়ে বিজলীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে স্থানীয় লোকজন বিজলীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ মে) দুপুরে বিজলী মারা যায়। বিজলী গাজীপুর পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।