• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৪:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ০৪:৩৩ পিএম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন দুই নারী।

শনিবার (৫ জুন) সকালে সালনা (টেকিরবাড়ী) এলাকায় ঢাকা-রাজশাহী রেল রুটে এ দুর্ঘটনা ঘটে। ঝড়-বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে তারা ট্রেনে কাটা পড়েন। নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পলিয়া গ্রামের জালাল মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৫০) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কলাকান্দা গ্রামের আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা আক্তার (৩৫)।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএসআই কামাল হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের সালনা (টেকিরবাড়ী) এলাকায় সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-রাজশাহী রেল রুটের রেললাইনের পাশে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে যান দিনমজুর মোরশেদা ও সাজেদা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা ওই এলাকার সোনা মিয়ার বাড়ির ভাড়াটে।