• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০২১, ১০:৪৪ এএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০২১, ১১:১৭ এএম

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়‌কে ২০ কি‌মি যানজট

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়‌কে ২০ কি‌মি যানজট

বৃষ্টির কারণে গাড়ির গতি ধীর হওয়ায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়‌কে প্রায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানবাহনের চাপ বাড়ায় সোমবার (৭ জুন) রাত থে‌কে দুই দফায় সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল। 

মঙ্গলবার (৮ জুন) ভোর থে‌কে মহাসড়‌কের বঙ্গবন্ধু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত গা‌ড়ির দীর্ঘ সা‌রি লক্ষ করা গেছে।

পুলিশ ও চালকরা জানান, সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধা ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। পরে ভোর থেকে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, যানবাহনের চাপ বাড়ায় মহাসড়‌কে যানজটের কারণে টোল আদায় দুই দফা বন্ধ রাখা হয়। এ ছাড়া বৃষ্টির কারণে মহাসড়‌কে গাড়ির চাপ বেড়ে যায়। এ কারণে থেমে থেমে গাড়ি চলাচল করছে। সৃষ্টি হচ্ছে যানজটের।