• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৬:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২১, ০৬:২৯ পিএম

দ্বিতীয় ডোজ নিয়েও করোনা আক্রান্ত নির্বাচন কর্মকর্তা

দ্বিতীয় ডোজ নিয়েও করোনা আক্রান্ত নির্বাচন কর্মকর্তা

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ৩৭ দশমিক ৪০ শতাংশ।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করার পরও আক্রান্ত হন। 

বুধবার (১৬ জুন) দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৭ জন। সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২৫৪ জনের নমুনা পরীক্ষার করে ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৭১২ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে চার হাজার ৩৩৫ জন। ১২টি উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৫ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন এক হাজার ২৫৫ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, “ইতোমধ্যে করোনাভাইরাসের টিকা দুটি ডোজই গ্রহণ করেছি। তারপরও মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর ও কাশি অনুভব হলে গত সোমবার (১৪ জুন) নমুনা দেওয়া হয়। বুধবার জানতে পারি আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমি ছাড়াও আমার ব্যক্তিসহকারীসহ অফিসের আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ অফিসের সকলের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।’

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, “কয়েকদিন ধরে টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। ভাইরাস নিয়ন্ত্রণ করতে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারটা জরুরি। সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”