• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৪:৩৮ পিএম

বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১৪ 

বেনাপোলে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১৪ 
অবৈধভাবে অনুপ্রবেশকারীদের পুটখালি সীমান্তের এ জায়গা থেকে আটক করে বিজিবি।

 

সীমান্তে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
 
আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালি সীমান্ত দিয়ে অবৈধ পথে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এমন ধরনের গোপন তথ্যের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের টহলদল পুটখালি চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ১৪ বাংলাদেশি নারী, পুরুষকে আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় পালিয়ে যায় পাচারকারীরা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এনএ