• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১০:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০২১, ০৫:০৩ এএম

ফরিদপুরে মহিলা আ‍‍`লীগের শোক দিবস পালন 

ফরিদপুরে মহিলা আ‍‍`লীগের শোক দিবস পালন 
ছবি- জাগরণ।

ফরিদপুর মহিলা আ'লীগের শোক দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট, ২০২১) বিকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ১৫ আগস্ট- এর জঘন্যতম হত্যাকাণ্ড সংঘঠিত না হলে এই দেশ বহু আগেই সোনার বাংলাদেশে রূপান্তরিত হতো। বিএনপিও স্বাধীনতাবিরোধী চক্র সেই স্বপ্নকে ভূলন্ঠিত করেছে।

তারা আরও বলেন, আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীনতার স্বাদ দিয়েছেন; দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনই আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। 

আলোচনা সভায় জোর দাবি তোলা হয়- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল; যারা এখনও দেশের বাইরে পালিয়ে আছে; অবশ্যই তাদেরকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

জাগরণ/এসকেএইচ