• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৭:২১ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২১, ০৭:২১ এএম

টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আদালত চত্বরে সংঘর্ষ

টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আদালত চত্বরে সংঘর্ষ

রংপুরের আদালত চত্বরে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলার টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল রোববার বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, রোববার বিকেলে একটি মামলায় মক্কেলের কাছ থেকে নেয়া টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আইনজীবী সমিতির সদস্য আলাউদ্দিন ও অপর আইনজীবী মেজবাহ আহমেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে। পরে এক পর্যায়ে হাতাহাতির হয়। উভয়েই বিক্ষুব্ধ হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই আইনজীবীর সমর্থকরাও একত্রিত হয় আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আইনজীবী মেজবাহ আহমেদ মাথায় আঘাত পেয়ে আহত হন। তার মাথা থেকে রক্ত ঝড় থাকে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এছাড়াও, ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির ক্যান্টিনে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জাগরণ/এমআর