• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৯, ১১:১৪ এএম

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ৩

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ৩
- ফাইল ছবি

 

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৭৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে বেনাপোল পোর্ট থানার শিকড়ি মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার আমড়াখালি গ্রামের আবু তাহের মুন্সির ছেলে আল আমিন (২২), একই এলাকার আলী হোসেনের ছেলে আবু মুসা হোসেন (২৫) ও শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের আশরাফুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (২২)।
 
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে বেনাপোল পোর্ট থানার শিকড়ি মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। বিজিবি টহল দলের ধাওয়ায় চোরাচালানীরা পালানোর চেষ্টাকালে পাচারকারীকে ২৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় আরও একজন পাচারকারী পালিয়ে যায়। আটককৃত আসামি ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
 
এএস/