• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৯:৫৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৯:৫৭ এএম

পটিয়ায় সিএনজি চালক খুনের ঘটনায় গ্রেপ্তার ১ 

পটিয়ায় সিএনজি চালক খুনের ঘটনায় গ্রেপ্তার ১ 

পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি চালককে খুন করে সিএনজি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় মোমিন সরকার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পটিয়া পৌর এলাকা থেকে পটিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মোমিন সরকার গাইবান্দা জেলার সাংঘাটা থানার ভাটি গ্রামের ভুনারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক সরকারের পুত্র। বর্তমানে সে বোয়ালখালী উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়ার সিরাজ কলোনীতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। 

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, সিএনজি চালক খুনের ঘটনায় অন্যতম আসামি মোমিনুর সরকারকে অভিযান পরিচালনা করে পটিয়া পৌর এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। আসামির তথ্য মতে লুন্ঠিত সিএনজি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, মোমিন ৩ দিনের রিমান্ডের প্রথম দিন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। রিমান্ড শেষে জানা যাবে খুনের প্রকৃত রহস্য এবং ব্যবহৃত অস্ত্র ও আলামতের বিষয়।

জাগরণ/আরকে