• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০২:২৪ পিএম

রায়পুরায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রায়পুরায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) ভোরে দৌলতকান্দি রেলস্টেশনের পশ্চিম পাশে মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহেষপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলস্টেশনে ৪-৫ শ গজ পশ্চিমে সকালে রেললাইনের উপর খন্ডিত অজ্ঞাত নামা এক নারীর মরদেহ দেখতে পান স্হানীয়রা। পরে দৌলতকান্দি স্টেশন মাষ্টারকে খবয় দেয়। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ সকাল ১০ টায় ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, রায়পুরা উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনের ৪-৫ শ গজ পশ্চিমে সাপমারা এলাকায় অজ্ঞাত নামা নারী আনুমানিক (৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ভোরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। একশ গজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

জাগরণ/আরকে