• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২২, ০১:৫৫ পিএম

শান্তিগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

শান্তিগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারাদেশের ন্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন যৌথভাবে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন শরিফ। 

এসময় উপস্থিত ছিলেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তীসহ আরও অনেকে।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলায় ৫-১৬ বছরের ৪৯ হাজার ৫৭৫ জন শিশুকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এই কৃমি সপ্তাহ চলবে শনিবার (২৬ মার্চ) পর্যন্ত। তিনি প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের যথাসময়ে কৃমির ট্যাবলেট খাওয়ার আহবান জানান।

জাগরণ/আরকে