• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০২২, ০৪:১৬ পিএম

বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু 

বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে যেয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। নিহত মৌয়াল শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী গোদাড়ী গ্রামের আনছার শেখের বড় ছেলে সোলায়মান শেখ (৪০)। 

সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে সুন্দরবনের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শিকার হন। রবিবার (২০ মার্চ) বুড়িগোয়ালিনী ষ্টেশন থেকে মধু কাটার জন্য ৫ জনের পাশ নিয়ে তারা সুন্দরবনে যান। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুর আলম। তিনি জানান, সোলায়মান শেখ নামে একজন বাঘের আক্রমণে নিহত হয়েছেন। সুন্দরবনের অভয়ারণ্য এলাকা হওয়ায় বনবিভাগের সহযোগিতায় তাকে ফিরিয়ে আনা হচ্ছে।

সরকারি নিয়ম অনুযায়ী নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাগরণ/আরকে