• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৩:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২২, ০৩:২৮ পিএম

সোনাগাজীতে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

সোনাগাজীতে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

ফেনী সোনাগাজী উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের স্লিপ ফান্ডে ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগে স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।

শনিবার (২৬ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে উক্ত মানববন্ধনে কমিটির ৫ সদস্যসহ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন । 

এতে বক্তব্য দেন অভিভাবক সদস্য জসিম উদ্দিন, সৈয়দ আহম্মদ,আকলিমা আক্তার,সালাউদ্দিন নয়ন ও আহম্মদ করিম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উপবৃত্তি ও স্লিপের অর্থ আত্মসাৎ করায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হাসান এবং প্রধান শিক্ষক অনাথ চন্দ্র দাসের বিচার দাবি করেছেন। এর আগে অর্থ আত্মসাতের ঘটনা তদন্ত সাপেক্ষে সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির ৫ সদস্য। 

তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ সভাপতি বলেন, কয়েকজন অভিভাবক সদস্য গত কয়েকদিন আগে বিদ্যালয়ে এসে হুমকি ধামকি প্রদান করেন। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলে তারা ঘটনা ভিন্নখাতে নিতে মানববন্ধনের আয়োজন করেন।

জাগরণ/আরকে