• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ১২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২২, ১২:২৬ পিএম

খুরুশকুল বায়ু বিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন 

খুরুশকুল বায়ু বিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন 

বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কক্সবাজারে সরকারের বড় বড় মেঘা প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। তার মধ্যে নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে কক্সবাজারের খুরুশকুল বায়ু বিদ্যুৎ প্রকল্প একটি মাইলফলক হয়ে উঠবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বায়ু বিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন কালে তিনি একথা বলেন।

নসরুল হামিদ বলেন, খুরুশকুলে এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত করা হবে। আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বায়ু বিদ্যুৎ প্রকল্প কক্সবাজারের খুরুশকুল পিএমখালী চৌফলদন্ডী ইউনিয়নে বায়ু বিদ্যুৎ প্রকল্পের টারবাইনগুলো বর্তমানে নির্মিত হচ্ছে।

এসময় বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খানসহ উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাগরণ/আরকে