• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ১২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২২, ১২:৫১ পিএম

পটুয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

পটুয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

পটুয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানীর আয়োজন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলানায়তনে অনুষ্ঠিত দুদকের গণশুনানীতে অংশ নিয়ে সেবাগ্রহীতারা তুলে ধরেন তাদের বঞ্চনার কথা।

দুদকের পরিচালক এ কে এম সোহেলের সভাপতিত্বে জেলা প্রশাসক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংস্থার কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান এসব অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষনিকভাবে সমাধান দেয় দুদক। 

সেবা গ্রহীতাদের ২৫টি অভিযোগ উত্থাপিত হয়। বেলা ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  চলে এ কার্যক্রম।

দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন, অনুপার্জিত আয় যাতে কেউ ভোগ করতে না পারে এ লক্ষে নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। জবাবদিহিতা যাতে দ্রুত ও বেগবান হয়, সেবা যেন আরো স্বচ্ছ ও তরান্বিত হয় এজন্য মাঠ পর্যায়ে গণশুনানীর এ আয়োজন। রাস্ট্রের মালিকরা কথা বলবে। বঞ্চিত সেবাগ্রহীতাদের এসব অভিযাগ আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে দুদক।

জাগরণ/আরকে