• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ১১:০১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২২, ১১:০১ এএম

বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। 

রবিবার (৩ এপ্রিল) রমজান ও আসন্ন ঈদকে সমনে রেখে বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নিত্যপ্রয়োজনীয় দোকান সমূহে দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখাসহ অধিক মূল্যে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহয়তা করেছেন ফটিকছড়ি  থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য । 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর জানান, রমজান ও আসন্ন ঈদকে সমনে রেখে নিত্যপন্যের বাজার ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জাগরণ/আরকে