• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:৪০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:৪০ পিএম

ফরিদপুরে নাগরিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ফরিদপুরে নাগরিক মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
ছবি সংগৃহীত

ফরিদপুরে নাগরিক মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর, ২০২২) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাংবাদিক মাহফুজুল আলম মিলন, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা রানী মন্ডল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ। সভায় নাগরিক মঞ্চের গত কয়েক বছরের কার্যক্রম তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বিগত দিনে নাগরিক মঞ্চ নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কাজ করছে। পাশাপাশি জনগণের সচেতনতায় তারা বিভিন্নভাবে সামাজিক কাজ করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিভিন্ন এলাকায় কাউন্সিলিংয়ের মাধ্যমের কার্যক্রম এগিয়ে নিতে হবে। পাশাপাশি জনগণের সচেতনতায় আগামী দিনের কার্যক্রম আরো ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

 

এসকেএইচ//