• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৬:৪১ পিএম

বরিশালে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

 

বরিশালের বানারীপাড়ায় চার বছর বয়সী শিশু ধর্ষণের দায়ে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এই দণ্ডাদেশ দিয়েছেন।

আসামির নাম মাহাবুব বেপারী। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম তেতলা গ্রামের আব্দুল মালেক বেপারীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী জানান, ২০০৮ সালের ১৩ জুলাই ১৬ বছর বয়সী কিশোর মাহাবুব তার প্রতিবেশীর ৪ বছর বয়সী কন্যাকে চকলেট দেয়ার কথা বলে বাড়ির পার্শ্ববর্তী নিয়ে ধর্ষণ করে। এসময় কান্নার শব্দ শুনে শিশুর নানা ঘটনাস্থলে ছুটে যান। তখন মাহাবুব ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

এই ঘটনায় শিশুর নানা একই বছরের ৫ অক্টোবর বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৭ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র শীল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচারক ২০ জন স্বাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন।

কেটি