• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৭:৪৪ পিএম

চট্টগ্রামে ২১ ফেব্রুয়ারিতে মাঠে থাকবে ১২শ’ পুলিশ 

চট্টগ্রামে ২১ ফেব্রুয়ারিতে মাঠে থাকবে ১২শ’ পুলিশ 
বক্তব্য রাখছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান। ছবি- জাগরণ

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে মাঠে থাকবে ১২শ’ পুলিশ। এর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে সোয়াত ও বোম ডিসপোজাল ইউনিট। শহীদ মিনার এলাকাকে বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। 

বুধবার (২০ ফেব্রুয়ারি) মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে নিরাপত্তা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) কুসুম দেওয়ান।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের কাছে কোন থ্রেট এর খবর নেই। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ২১ ফেব্রুয়ারি সারাদিন সিএমপির ১২শ’ পুলিশ সক্রিয় থাকবে।  ‘নন্দনকানন, সিনেমা প্যালেসসহ শহীদ মিনারের আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।’

শহীদ মিনারে ফুল দিতে আসা জনগণকে ফুল ছাড়া সঙ্গে কিছু না আনার অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ান।

কেএসটি