• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ০৫:৪৫ পিএম

‘দুর্নীতি করলে মামলা হবেই’

‘দুর্নীতি করলে মামলা হবেই’
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

‘দুর্নীতি করলে মামলা হবেই’ এমন হুঁশিয়ারি দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, চলমান শুদ্ধি অভিযানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধেই দুদক অনুসন্ধান করবে, মামলা করবে।

রোববার (২৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, যাদের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ আসবে, তাদের বিরুদ্ধেই অনুসন্ধান করবো। অনুসন্ধানে সত্যতা পেলে মামলা করা হবে।

তদন্ত শেষ হতে দেরি হওয়া প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, আমরা চেষ্টা করছি, সব মামলার দ্রুত চার্জশিট দ্রুত দিতে। কিন্তু কিছু ক্ষেত্রে দেরি হচ্ছে, এটা নিয়ে আমি নিজেও বিরক্ত। কিছু গাফিলতি আছেই।

তিনি বলেন, কেউ দুর্নীতিতে জড়ালে মামলা হবেই। আমরা যথাসম্ভব দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরপরই দুদক তফসিলভুক্ত অবৈধ সম্পদের অপরাধ খতিয়ে দেখতে গত ৩০ সেপ্টেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে। এর মধ্যে ৩ জন সংসদ সদস্যসহ অন্তত ৬০ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। তাদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।


এইচএস/টিএফ
 

আরও পড়ুন