• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৭:৩০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৭:৩০ পিএম

অনুপ্রবেশকারীদের এনে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না :  নানক 

অনুপ্রবেশকারীদের এনে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না :  নানক 
বক্তব্য রাখছেন জাহাঙ্গীর কবির নানক - ছবি : জাগরণ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অনুপ্রবেশকারীদের দলে টেনে এনে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না, দল ভারী করার চেষ্টা করবেন না। যারা এই অনুপ্রবেশকরীদের দলে টানবেন তাদেরও ব্যবস্থা নেয়া হবে। 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জম্মেল হকসহ থানা, পৌরসভা, ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। 

এর পর রংপুর মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দেন নানক। সভাটি নগরের বেতপট্টি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান। এসময় রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। 
 
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নানক বলেন, দলে সাঁড়াশি অভিযান চলছে, কেউ অপকর্ম করলে ছাড় পাবেন না। আমাদের নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দলের মধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছেন। সাবধান, অনুপ্রবেশকরারীদের নিয়ে দল ভারী করে কোনো লাভ নেই।
  
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, দেশরত্ন শেখ হাসিনা লালমনিরহাটের গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছেন, কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার দারিদ্র্যকে উঠিয়ে দিয়েছেন। এই সরকার গণমানুষের সরকার। 

এএইচএস/ এফসি

আরও পড়ুন