• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০১৯, ০৩:০৭ পিএম

সালমান শাহ স্মরণে ‘স্বপ্নের ঠিকানা’

সালমান শাহ স্মরণে ‘স্বপ্নের ঠিকানা’


ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ স্মরণে নির্মিত হয়েছে ‘স্বপ্নের ঠিকানা’ শুটিং স্পট। সালমান শাহ ভক্ত চলচ্চিত্র প্রযোজক রাশেদ খান এটি নির্মাণ করেন। এই স্পটটির অবস্থান গাজীপুরের উলুখোলার মনোরম লোকেশনে।

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে তার ভক্তদের কাছে চিরস্মরণিয় করে রাখতেই তার এই উদ্যোগ বলে জানান রাশেদ খান। তিনি বলেন, ‘সালমান শাহের ভক্তদের দীর্ঘ দিনের দাবি তার নামে এফডিসিতে একটি ফ্লোর করার। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটি সহসায় সম্ভব নয়। তাই আমি আমার ব্যক্তিগত উদ্যোগে নায়কের ব্যাপক জনপ্রিয় চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’র নামে শুটিং স্পটটি নির্মাণ করেছি।’

তিনি জানান, ‘এই স্পটটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর। এখানে শুধু শুটিংই নয়, পিকনিকসহ অন্যান্য অনুষ্ঠান উদযাপনের জন্যও ভাড়া দেয়া হবে।’

উল্লেখ্য, এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৫ সালে ঈদ উপলক্ষে ১১ মে তারিখে। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর জুটি। রোমান্টিক প্রেমের এই চলচ্চিত্রটি তখন প্রায় ১৯ কোটি টাকা ব্যবসা করে। এই চলচ্চিত্রের জনপ্রিয় দুটি গান ‘এইদিন সেইদিন কোনোদিন, তোমায় ভুলবো না’ ও ‘নীল সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি’ মানুষের মুখে মুখে ফেরে।
এসজে