• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৬:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৮, ২০২১, ০১:৪১ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন নাইজেরিয়ান শিল্পী

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন নাইজেরিয়ান শিল্পী

অবাক হওয়ার মতো ঘটনা বলা যায়। নাইজেরিয়ান শিল্পী গাইলেন জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে গান। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই—শিরোনামের জনপ্রিয় গানটি গেয়েছেন সেখানকার জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রিন্সেস বোলা জাইগেদে। নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজন এক অনুষ্ঠানে গানটি করেছেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নাইজেরিয়ায়। আয়োজনের থিম ‘মুজিব চিরন্তন’। ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে এ আয়োজন। আয়োজনের অংশ হিসেবেই এ গান গাইলেন নাইজেরিয়ান শিল্পী।

‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটির গীতিকার হাসান মতিউর রহমান ও সুরকার মলয় কুমার গাঙ্গুলি। ১৯৯০ সালে লেখা গানটির মূল শিল্পী সাবিনা ইয়াসমীন। এ গানের মাধ্যমে তিন দশক ধরে বঙ্গবন্ধুভক্ত অসংখ্য মানুষের ভালোবাসাও পেয়েছেন তারা।

এদিকে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে নাইজেরিয়া পোস্টাল সার্ভিস (নাইপোস্ট) একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। গত বছর ডাকটিকিটটি ভার্চ্যুয়ালি যৌথভাবে মুক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেফ্রি ওনেয়ামা।