• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০১:১৬ পিএম

তিন ‘গোল্ডেন গ্লোব’ ফেরালেন টম ক্রুজ

তিন ‘গোল্ডেন গ্লোব’ ফেরালেন টম ক্রুজ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। যেকোনো শিল্পী এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকেন। অথচ তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ফিরিয়ে দিলেন হলিউড তারকা টম ক্রুজ। কারণ, পুরস্কারদাতা প্রতিষ্ঠান ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে বর্ণবিদ্বেষের অভিযোগ। এর জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হলিউড রিপোর্টারের খবর বলছে, এই প্রতিষ্ঠানের ৮৭ জন সাংবাদিকের মধ্যে কোনো কৃষ্ণাঙ্গ সাংবাদিক নেই। সবাই শ্বেতাঙ্গ। এমনকি এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক ও নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে। এতে করে প্রতিবাদের সরব হয়েছে হলিউডের একাংশ।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো বড় ভিডিও স্ট্রিমিং সাইট ও স্টুডিও এই প্রতিবাদে অংশ নিয়েছে। এছাড়া মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ২০২২ সালের গোল্ডেন গ্লোব পুরস্কার সম্প্রচার বাতিল করেছে।

টম ক্রুজ ১৯৯০ সালে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন ‘ব্রন অন দ্য ফোর্থ অব জুলাই’ সিনেমার জন্য। এরপর ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগিউর’ এবং ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ ছবির জন্য সহ-অভিনেতার পুরস্কার পান তিনি।