• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১, ০৩:৪৩ পিএম

মাহির ফোন বন্ধ, নতুন পোস্ট- নেটিজেনদের নানা প্রশ্ন

মাহির ফোন বন্ধ, নতুন পোস্ট- নেটিজেনদের নানা প্রশ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ গত ২৪ নভেম্বর নিজের উদ্দেশ্য জানান দিয়ে দেশ ছাড়েন তিনি। যাওয়ার আগে এয়ারপোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এরপর হুট করেই রোববার (৬ ডিসেম্বর) প্রতিমন্ত্রীর লাইভ প্রচারের সময় চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফেসবুকে ভাইরাল হয়। ফাঁস হওয়া ওই ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। তার বক্তব্যজুড়ে ছিল অজস্র অশালীন শব্দ।

ফোনালাপের পর প্রতিমন্ত্রী মুরাদ হাসান আড়ালে গেলেও সৌদিতে ওমরাহ করতে যাওয়া মাহি নিজের ফেসবুক আইডিতে দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানান। এরপর সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরো কিছু পোস্ট দিয়েছেন মাহি। সেখানে তার ভক্তরা মন্তব্য করেছেন নানা ধরনের। তবে তিনি দেশে ফিরেছেন নাকি ফিরেননি এ নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। যদিও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি এখনো বন্ধ। তবে গত রাতে বেশ কয়েকটি ছবি আবারও নতুন করে পোস্ট করেছেন, নাকি নতুন ছবি দিয়েছেন তা নিয়ে রয়েছে সংশয়। হরেক রঙের কাঁচের চুড়ি এলোমেলো বিছানা। তার দু হাত ভর্তি সেই চুড়িতে।

ছবির ক্যাপশনে লেখা, “দু’চোখের সীমানা যত বড়, জানি জুড়ে আছি আমি বেশি তারও”। 

এমন পোস্টের পর কেন মাহি এ কথা লিখেছেন? কী বোঝাতে চেয়েছেন? এসব নিয়ে জানতে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। তবে এমন সব মন্তব্যে মাহি কিন্তু নিশ্চুপ।

তবে ওমরা শেষে দেশে ফিরেছেন কি না, তা বোঝা না গেলেও বোঝা যাচ্ছে তিনি সামাজিক মাধ্যমে সচল আছেন। মাহির নতুন পোস্টে কেউ কেউ লিখেছেন, তিনি দেশে ফিরেছেন? নাকি সৌদিতেই আছেন? ফিরলেই বা কবে ফিরছেন তিনি? 

হয়তো খুব শিগগিরই মাহি জানান দিবেন নিজের অবস্থান। ফিরে এসে তার সিনেমার শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।

এমইউ