• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৩:৪০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৩:৪০ পিএম

শিল্পী সমিতির পদ নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিপজল

শিল্পী সমিতির পদ নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নাকি নিপুন বসবেন, তা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও নিপুনের আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন।

এদিকে নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত রোজিনা পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। যদিও পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। এরই মধ্যে একই প্যানেলের সহসভাপতি পদ থেকে চিত্রনায়ক রুবেল পদত্যাগ করবেন বলেও খবর চাউর হয়েছে।

অন্যদিকে, একই প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন এমন গুঞ্জনও চলচ্চিত্রাঙ্গনে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। আমি কেন পদত্যাগ করব? শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।’

পদত্যাগ না করার বিষয়টি জোরালো করে ডিপজল বলেন, ‘এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না।’

এই অভিনেতার ভাষ্য, ‘একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসাথে আছে। তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।’

ই্উএম