• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৪:২২ পিএম

আলাউদ্দিন আলীকে কেবিনে স্থানান্তর

আলাউদ্দিন আলীকে কেবিনে স্থানান্তর


সুরসম্রাট আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তিনি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর মহাখালির ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

এ প্রসঙ্গে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি জানান,‘কেবিনে স্থানান্তর করে চিকিৎসকর কড়া নির্দেশ দিয়েছেন, যেন কেবিনে কোনো দর্শনার্থী ভিড় না করেন।’ 

আলাউদ্দিন আলী দীর্ঘ দিন যাবত ফুসফুস ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। বেশ কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টের কারণে ঠিকমতো খাওয়া-দাওয়া ও ঘুমাতে পারতেন না। এরমধ্যে গত ২২ জানুয়ারি রাতেই তার শ্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থা অত্যন্ত খারাপের দিকে গেলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

আলাউদ্দিন আলীর সুরারোপিত গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- একবার যদি কেউ ভালোবাসতো, এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়, সুখে থাকো ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, যে ছিল দৃষ্টির সীমানায়, হয় যদি বদনাম হোক আরো, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয়, আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, ইত্যাদি কালজয়ী গান।

এসজে