বাজার দর

কমতে শুরু করেছে পেঁয়াজের দর

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০৪:০৮ পিএম কমতে শুরু করেছে পেঁয়াজের দর

শীতকালিন সবজির সরবারহ বাড়লেও কমছে না দাম। কমতে শুরু করেছে পেঁয়াজের দর। দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা প্রতি কেজি। তবে কিছুটা বেড়েছে সয়াবিন তেল, আমদানি করা মশুর ডাল ও চিনির দাম।

খুচরা বিক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও তেমন কমেনি দাম। শিম প্রতিকেজি ৩০-৪০, করল্ল ৫০-৬০, মুলা ২০-৩০ টাকা বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি আকার ভেদে মিলছে ২০-৪০ টাকা দরে। টমেটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

পেঁয়াজের দর কমতে শুরু করেছে। নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। আমদানি করা মিয়ানমারের পেঁয়াজ ১২০, মিশরের ৯০ ও চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা দরে। পেঁয়াজসহ পাতা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে।

একমাসের ব্যবধানে মানভেদে সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা। আমদানি করা মশুর ডাল ও চিনির দর বেড়েছে দুই থেকে পাঁচ টাকা।

সরবরাহ কম থাকায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। তবে অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে।

এসএমএম

আরও সংবাদ