আওয়ামী লীগ ইভিএমের পক্ষে : কাদের 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০৩:৪৩ পিএম আওয়ামী লীগ ইভিএমের পক্ষে : কাদের 
ওবায়দুল কাদের ● ফাইল ছবি

ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পক্ষে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আমাদের অবস্থান পরিষ্কার। আমরা ইভিএমের পক্ষে। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আশুগঞ্জ নদীবন্দরের উন্নয়ন এবং সরাইল-আশুগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন এক দফা পেছানোর পর আর পেছানোর কোনও সুযোগ নেই। পুনরায় পেছালে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই। এখন আর অ্যানালগে থাকার সময় নেই। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ইভিএম পদ্ধতিতেই ইলেকশন পুরোপুরি করবে না আংশিক করবে, এটা আমাদের এখতিয়ারে নেই। এটা ইলেকশন কমিশনের বিষয়। 

এএইচএস/এসএমএম

আরও সংবাদ