• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১০, ২০১৯, ০১:৩৫ পিএম

চট্টগ্রামে ৯ দফা দাবিতে শ্রমিকদের লাল পতাকা মিছিল

চট্টগ্রামে ৯ দফা দাবিতে শ্রমিকদের লাল পতাকা মিছিল

 

চট্টগ্রামে আমিন জুট মিলের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিছিল ও সমাবেশ করেছে। রোববার (১০ মার্চ) সকালে আমিন জুট মিল গেইট থেকে মিছিল বের করে মুরাদপুর-হাটহাজারী সড়কে সমাবেশ করে শ্রমিকরা। জাতীয় মজুরি কমিশন-২০১৫ সহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে লাল পতাকা মিছিল করে তারা।

সমাবেশে বক্তব্য দেন- আমিন জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, নন-সিবিএ সভাপতি মো. ইসলাম, সাধারণ সম্পাদক সামছুল আলম, শ্রমিক হাজিরায় কর্মরত কর্মচারী সংগঠনের দপ্তর সম্পাদক কামাল উদ্দীন, তানিয়া সুজেন প্রমুখ।

শ্রমিকদের দাবি মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধ, পাট ক্রয়ের টাকা যথাসময়ে মিলে প্রেরণ, কর্মরত শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা বাস্তবায়ন করা।

সমাবেশ থেকে কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ মার্চ) ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের আহবান জানানো হয়।

কেএসটি