• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০১৯, ০১:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০১৯, ০৮:৪০ পিএম

শিল্পকলায় জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন 

শিল্পকলায় জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন 

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৬৪ জেলায় শিল্পকলা একাডেমিতে একযোগে এই অনুষ্ঠান পালিত হচ্ছে।

আয়োজনের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিষয় ভিত্তিক প্যানেল বৈঠক, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে মত বিনিময় সভা, চলচ্চিত্রের আড্ডা, প্রীতি সম্মিলনীসহ নানা অনুষ্ঠান। 

আয়োজনের ২য় দিন বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর বাস্তবায়নে ‘মুক্ত চলচ্চিত্র, চলচ্চিত্রের মুক্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সাদেক খান পরিচালিত চলচ্চিত্র ‘নদী ও নারী’ এবং সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রের আড্ডা অনুষ্ঠিত হবে। 

৩য় দিন শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের বাস্তবায়নে শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিকাল ৪টায় বিষয়ভিত্তিক প্যানেল বৈঠক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম বিভাগের বাস্তবায়নে বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষা, বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র সমালোচক পর্ষদের বাস্তবায়নে ‘সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণ ও উত্তরণ, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের বাস্তবায়নে ‘আগামীর সিনেমা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্যানেল বৈঠক অনুষ্ঠিত হবে।

৪র্থ দিন শনিবার (৬ এপ্রিল) বিকাল ৪টা থেকে তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে নিয়ে মতবিনিময় সভা, স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে। সকল আয়োজন দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষে বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৪ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহ্উদ্দিন জাকী এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। 

এসজে/এএস