• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০১৯, ০২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০১৯, ০৮:২৭ পিএম

গাইবান্ধা

ব্রহ্মপুত্র নদীতে নৌকা ডুবি, নিহত ১, নিখোঁজ ৪

ব্রহ্মপুত্র নদীতে নৌকা ডুবি, নিহত ১, নিখোঁজ ৪
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি -ছবি : জাগরণ

গাইবান্ধা সদরের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় রোকেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ রয়েছেন আরও ৪ যাত্রী। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চরের জমিতে ফসল কাটতে গিদারীর ধুতিচরা এলাকা থেকে ২৫-৩০ জন ইঞ্জিন চালিত একটি নৌকা নিয়ে চরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ব্রহ্মপুত্র নদের মাঝপথে গিয়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় সাঁতার দিয়ে অনেকেই তীরে পৌঁছাতে পারলেও ৪ জন নিখোঁজ হন।

খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সদর থানার ওসি খান মো. শাহারিয়া জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়।

একেএস