• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০১৯, ০৯:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০১৯, ০৩:১০ এএম

গাইবান্ধায় মাধ্যমিকে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধায় মাধ্যমিকে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফেল করায় কুমারী পার্বতী রাণী নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের শ্রী ভরত চন্দ্রের মেয়ে কুমারী পারবতী রানী কাশিয়াবাড়ী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সোমবার (৬ মে) সকালে ফলাফল প্রকাশ হলে জানতে পায় সে ফেল করেছে। এরপর নিজ ঘরের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে পার্বতীর সহপাঠিরা জানায়, পার্বতী রাণী আমাদের একজন খুব ভাল বান্ধবী ছিল। সে ছাত্রী হিসেবেও ভাল ছিল।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

একেএস