• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩০, ২০১৯, ০৫:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩০, ২০১৯, ০৫:২৪ পিএম

পাবনা-বগুড়া মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

পাবনা-বগুড়া মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

পাবনা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের পর থেকে মহাসড়কের ঘুড়কা বাজার থেকে এই যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে দক্ষিণে দাদপুর ও উত্তরে ভুঁইয়াগাতী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

ঘুড়কা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার বলেন, রাস্তার মেরামত কাজ চলছে। এ কারণে সকাল থেকে দফায় দফায় যানজট সৃষ্টি হয়। দুপুর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়কের ঘুড়কা এলাকায় সংস্কারকাজ চলছে। এ কারণে একটি লেন বন্ধ থাকায় এই যানজট দেখা দিয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

এনআই