• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৯:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ০৯:০১ পিএম

শেষ হল বাজেট অধিবেশন

শেষ হল বাজেট অধিবেশন
জাতীয় সংসদ অধিবেশন- ফাইল ছবি

২১ কার্যদিবস চলার পর শেষ হল সংসদের বাজেট ও চলতি সংসদের তৃতীয় অধিবেশন। সরকারের প্রথম মেয়াদের এ বাজেট অধিবেশন ১১ জুন শুরু হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সন্ধ্যায় অধিবেশন শেষ সংক্রান্ত রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের আদেশ পড়ে শোনান। এর আগে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য রাখেন।

এ অধিবেশন শুরুর পর ১৩ জুন চলতি অর্থ বছরের বাজেট উত্থাপন হয়। এরপর মোট ২৬৯ জন সংসদ সদস্য বাজেট আলোচনায় অংশ নিয়ে ৫৫ ঘণ্টা ৩৬ মিনিট আলোচনা করেন। এর আগে বাজেট আলোচনা এতো সুযোগ পাননি এমপিরা।

আর বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই ২৯ জুন অর্থবিল-২০১৯ পাস হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। আর বাজেট পাস হয় ৩০ জুন। এসব মিলে এই অধিবেশনে ৭টি বিল পাস হয়েছে। এর মধ্যে আলোচিত আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার)(সংশোধন) বিল, ২০১৯ পাস হয়। 

প্রসঙ্গত, দ্রুত বিচার আইনের মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৯’ বিল পাস করেছে সংসদ। এ নিয়ে নবম বারের মতো আইনটির মেয়াদ বাড়ানো হলো। বিদ্যমান আইনে চাঁদাবাজি, যান চলাচলে বাধাদানসহ ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়ার বিধান রয়েছে। এটি ৯ জুলাই পাস হয়।
                                                             
এইচএস/বিএস 
 

আরও পড়ুন