• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ০৩:৪২ পিএম

বিএনপি জিয়া হত্যার বিচার না চাওয়ার রহস্য কী : তথ্যমন্ত্রী

বিএনপি জিয়া হত্যার বিচার না চাওয়ার রহস্য কী : তথ্যমন্ত্রী
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ -ছবি : জাগরণ

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দু’বার রাষ্ট্র পরিচালনায় থেকেও বিএনপি জিয়া হত্যার বিচার চায়নি কেন- এ রহস্যের উন্মোচন প্রয়োজন। সেই সঙ্গে জিয়াউর রহমান যে শত শত সেনাসদস্যকে বিনাবিচারে হত্যা করেছেন, তারও বিচার করতে হবে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনার কারাবন্দী দিবস স্মরণে’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ওই সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বেগম জিয়া ও তার পুত্র তারেক। তারা রাষ্ট্রক্ষমতায় থেকেও জিয়াহত্যার বিচার চাননি- এর রহস্য কী তা জানতে হবে। জাতির পিতার হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় গিয়ে জিয়া শতশত সেনাসদস্যকে, এমনকি ছুটি থেকে ডেকে এনেও তাদের হত্যা করেছেন, এরও বিচার হওয়া প্রয়োজন। শেখ হাসিনার সরকার ন্যায়বিচারে বিশ্বাসী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে এ সময় হাছান মাহমুদ বলেন, সাত-সমুদ্রের ওপার থেকে দণ্ডপ্রাপ্ত আসামির লম্বা লম্বা কথা কোনো রাজনীতি হতে পারে না। বুলেটের সামনে যেতে কিংবা হাতকড়া পরতে প্রস্তুত সাহসী রাজনীতিকই প্রকৃত রাজনীতিক। বিপদের মুখে পলায়ন নয়, সামনে থেকে নেতৃত্ব দেয়ার সাহস থাকতে হয় রাজনীতিকদের।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ সময় বলেন, দলের দুঃসময়ে অনেক নেতা টলায়মান হলেও দলের কর্মীরা যেমন অটল বিশ্বাসে বলীয়ান ছিলেন তেমনিভাবে ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের অটল থাকতে হবে।
 
সংগঠনের সহসভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ সভায় বক্তব্য রাখেন।


এএইচএস / একেএস

আরও পড়ুন