• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০১৯, ০৫:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০১৯, ০৫:৩৯ পিএম

হাজারীবাগে সিলিন্ডারের গ্যাসের আগুনে বাবা-ছেলেসহ ৩ জন দগ্ধ

হাজারীবাগে সিলিন্ডারের গ্যাসের আগুনে বাবা-ছেলেসহ ৩ জন দগ্ধ

রাজধানীর হাজারীবাগে গনকটুলীতে একটি খাবার দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে বাবা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- জয়নাল আবেদীন (৬৫), ছেলে শহিদ (৪০) ও কর্মচারী সজিব (২২)। তাদের মধ্যে শহিদের অবস্থা আশঙ্কাজনক।

শহিদের ভাই শাহীন জানান, বাড়ির পাশে তাদের একটি খাবারের দোকান রয়েছে। সেই দোকানে সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন লেগে যায়। এতে তার বাবা-ভাই ও দোকান কর্মচারী দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদের শরীরের ৪১ শতাংশ, জয়নালের ১০ শতাংশ ও সজিবের ৮ শতাংশ পুড়ে গেছে।

এইচএম/এসএমএম

আরও পড়ুন