• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০১৯, ০৫:৫৯ পিএম

পোশাক কারখানার ছুটি শুরু ১০ আগস্ট

পোশাক কারখানার ছুটি শুরু ১০ আগস্ট

ঈদুল আযহা উপলক্ষে পোশাক কারখানার শ্রমিকদের ১০ আগস্ট থেকে ছুটি শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। 

রোববার (৪ আগস্ট) বিকাল ৩টায় সচিবালয় এ বৈঠক শুরু হয়। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বৈঠক চলছিল।

বৈঠক সূত্রে জানা যায়, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানা সমূহ শ্রমিকদের ১০ আগস্ট থেকে শুরু হবে। ওই সমস্ত এলাকার কারখানা শ্রমিকদের ছুটি ১৭ আগস্ট পর্যন্ত থাকবে বলে সভায় জানানো হয়।

আর আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জের এলাকার কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১১ আগস্ট থেকে। ওই সমস্ত এলাকার শ্রমিকদের ছুটি শেষ হবে ১৮ আগস্ট।

সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি বাদে বাকি দিনসমূহ কারখানা কর্তৃপক্ষ জেনারেল ডিউটি সমন্বয় করতে পারবেন বলে সভায় জানানো হয়।

সভায় আরও জানানো হয় উল্লেখিত তারিখের আগে কোন কারখানা কর্তৃপক্ষ ইচ্ছা করলে ছুটি প্রদান করতে পারবেন।

ওইসব এলাকা ছাড়া অন্যান্য এলাকার স্ব স্ব কারখানা কর্তৃপক্ষ নিজেদের রপ্তানির সাথে সমন্বয় করে ঈদের পূর্বে ছুটি দিবেন বলে সভায় জানানো হয়।                                           

এমএএম/টিএফ

আরও পড়ুন