• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০৯:১৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০১৯, ০৯:২৪ এএম

মেয়র সাঈদ খোকনের সিঙ্গাপুরে যাওয়া নিয়ে গুঞ্জন? 

মেয়র সাঈদ খোকনের সিঙ্গাপুরে যাওয়া নিয়ে গুঞ্জন? 
সাঈদ খোকন - ফাইল ছবি

সারা দেশের মতো রাজধানীর সিটি করপোরেশন এলাকায় চলছে ডেঙ্গুর প্রকোপ। এরইমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অসুস্থতার কথা জানিয়ে গেছেন সিঙ্গাপুরে। ২৬ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। তার বিদেশে চিকিৎসা নিতে যাওয়া নিয়ে এরইমধ্যে নানা গুঞ্জন উঠেছে। 

অনেকেরই প্রশ্ন, কী হয়েছে সাঈদ খোকনের? ডেঙ্গু আক্রান্ত মানুষদের রেখে নিজেই বিদেশে গেলেন চিকিৎসা নিতে? 

মেয়রের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সময় তার শরীরে গ্রেনেডের স্প্লিন্টার লেগেছিল। মাঝে মাঝে ব্যাথা অনুভব করেন। তখনই তাকে চিকিৎসা নিতে হয়। 

অপর একটি সূত্র জানিয়েছে, সাঈদ খোকন বিদেশে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জরুরি কাজে যাচ্ছেন বলে জানিয়ে গেছেন। 

কেউ বলছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা নিতেই গেছেন বিদেশে। আবার কেউ বলছেন, এডিস মশার ভয়ে দেশ ছেড়েছেন। কেউবা বলছেন, স্রেফ বেড়াতেই গেছেন সাঈদ খোকন। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত তিনি দেশে ফিরে আসননি। দেশে ফিরতে তার আরো কয়েকদিন সময় লাগবে বলে দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।  

এমএএম / এফসি

আরও পড়ুন