• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০৬:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০১৯, ০৬:৩৫ পিএম

ডিএনসিসির অভিযানে মিরপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিএনসিসির অভিযানে মিরপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এবং মো. সগীর হোসেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদকালে মিরপুর সেকশন ১০ এর ঝুটপট্টি এলাকায় অবৈধভাবে নির্মিত ১১০টি কাঁচা-পাকা টিনশেড এবং মিরপুর সেকশন ১০ এর ‘সি’ ব্লকের ৩০টি পাকা বাড়ির বর্ধিতাংশ ভেঙ্গে দেয়া হয়। এছাড়া মিরপুর সেকশন ১১-এর ‘সি’ ব্লকে অবৈধভাবে নির্মিত ২০টি পাকা দোকান উচ্ছেদ করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। 


টিএইচ/টিএফ

আরও পড়ুন