• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১০:২৯ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১০:২৯ এএম

কালো ধোঁয়া : হাতিরঝিলে ৫ বাসের বিরুদ্ধে মামলা

কালো ধোঁয়া : হাতিরঝিলে ৫ বাসের বিরুদ্ধে মামলা

বাস থেকে কালো ধোঁয়া বের হওয়ার কারণে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের ৫টি বাসের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই মামলা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের ঢাকার মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬(১) ধারা অনুযায়ী স্বাস্থ্যহানিকর বা পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া বা গ্যাস নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দেয়া হয়েছে। কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচ এম/ এফসি

আরও পড়ুন