• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০৬:২৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ০৬:২৬ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্ক সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত: নরেন্দ্র মোদী

বাংলাদেশ-ভারত সম্পর্ক সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত: নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

.................................................

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই ভারতীয় গণমাধ্যমগুলো সুস্পষ্ট ভাবেই জানিয়ে ছিলো কূটনৈতিকভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিগত দশ বছরে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে গেছে। আর এবার সেই উচ্চতাকে বৈশ্বিক প্রেক্ষাপটে এক আদর্শ হিসেবে আখ্যা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (৫ অক্টোবর) দিল্লিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী। এই বৈঠকের কার্যক্রম চলাকালীন দু'দেশের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, 'ভারত-বাংলাদেশের এই সম্পর্ক আন্তঃরাষ্ট্রীয় সৌহার্দের প্রেক্ষিতে সারা বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত'।

দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্য দেয়। সারা বিশ্বের মধ্যে দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে সহযোগিতার অনন্য উদাহরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক। আমাদের আজকের আলোচনা এই সম্পর্ককে আরও জোরালো করবে। আমাদের বিশেষ এই বন্ধুত্বের লক্ষ্য হলো দুই দেশের জনগণের কল্যাণ ও অগ্রগতি।’

অপরদিকে দেশ দুইটির এই সম্পর্কের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত এক দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিভিন্ন প্রথাগত খাতে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নতুন ও অপ্রথাগত খাত যেমন ব্লু ইকোনমি ও মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি, সাইবার সিকিউরিটির মতো বিষয়ে উভয় দেশের সহযোগিতার হাত সম্প্রসারিত হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘এসব বহুমুখী সহযোগিতার ফলে আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সামনে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হচ্ছে।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ‘ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মধ্যকার এই সম্পর্কের শুভ সূচনা হয়েছিল ১৯৭১ সালে, যখন বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অপরিসীম অবদানের কথা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তা এক মাইলফলক হিসেবে পরিগণিত হয়।’

এই বৈঠকে পারস্পরিক সহায়তা সংক্রান্ত সাতটি  গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রধানমন্ত্রী। যা দুই দেশের জনগণের কল্যাণ ও অগ্রগতিতে আরও জোরালো ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তারা। পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে সম্পন্ন হওয়া নতুন তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন তারা। সে সময় দুই নেতাই পারস্পরিক সহায়তার সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি।

এসকে

আরও পড়ুন