• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০৯:২২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০৯:২২ পিএম

এখন সবাই আ’লীগের নৌকায় উঠতে চায় : তথ্যমন্ত্রী

এখন সবাই আ’লীগের নৌকায় উঠতে চায় : তথ্যমন্ত্রী
কক্সবাজার আ’লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ  -  ছবি : জাগরণ

‘দুঃসময়ে আওয়ামী লীগের পাশে কেউ ছিল না। আর এখন আওয়ামী লীগের নৌকায় সবাই উঠতে চায়। পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে আমাদের দলে অনেক অনুপ্রবেশ ঘটেছে। এখন সবাই আওয়ামী লীগ হতে চায়।’

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে শহরের হিল ডাউন সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যেন উইপোকায় খেয়ে না ফেলে সে জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। যেসব অনুপ্রবেশকারী ইতিমধ্যেই ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে দলের হাইকমান্ড।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, তাই মাদক নির্মূলে দলের সবাইকে কাজ করতে হবে। কিছু মানুষের কারণে আমাদের দলের দুর্নাম হতে পারে না।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান। মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনআই

আরও পড়ুন