• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৪:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৫:৪৭ পিএম

ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ন্যাম সম্মেলনের সাধারণ বিতর্ক অধিবেশনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা
১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা -   - ছবি : বাসস

১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার (২৬ অক্টোবর) সকালে সাধারণ বিতর্ক অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনের আজ শেষ দিন। বিকালে সমাপনী অধিবেশনে শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা ‘বাকু ঘোষণা’ গ্রহণ করবেন।

১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা     - ছবি : বাসস

প্রধানমন্ত্রী আজ সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলীর সঙ্গেও বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় হোটেল হিলটনে তার সম্মানে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকি আয়োজিত নৈশভোজে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি সাক্ষাৎ করেন   - ছবি : বাসস

 

১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলী সাক্ষাৎ করেন   - ছবি : বাসস

ফোরামের চেতনা সমুন্নত রাখা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণের আহ্বানের মধ্যদিয়ে নিয়ে আজারবাইজানে শুক্রবার (২৫ অক্টোবর) শুরু হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলন। স্থানীয় বাকু কংগ্রেস সেন্টারে ১২০টি উন্নয়নশীল রাষ্ট্রের ফোরাম ‘ন্যাম’-এর দুদিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন অন্যান্য সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধান এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন। স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী সম্মেলনেস্থলে এসে পৌঁছলে আজারবাইজানের প্রেসিডেন্ট তাকে স্বাগত জানান।সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথীর মোহাম্মদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন।

১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা   - ছবি : বাসস

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় বাকুর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে বাকু হায়দার আলিয়েভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে বাকুর হোটেল হিল্টনে নিয়ে যাওয়া হয়। আজারবাইজান সফরকালে তিনি এখানেই অবস্থান করছেন।

৪ দিনের সফর শেষে রোববার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় বাকু হেইদার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্র : বাসস

এফসি

আরও পড়ুন